আবারো সোমবার থেকে সম্ভবত বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। তার সঙ্গে উত্তরবঙ্গের জেলা গুলো ও বাদ থাকবে না। কারণ আবহাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল রবিবার থেকে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শীতের মৌসুম শুরু হতেই সবার মুখে একটাই প্রশ্ন ছিল কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে। আর ঠিক তেমনি হয়ে ছিল কিছুদিন, জাকিয়ে শীত পড়েছিল। সেটি আর বেশিদিন স্থায়ী হয়নি। তার কারণ ছিল মেঘলা আকাশ ও নিম্নচাপ যার জেরে কলকাতা ও তার আশেপাশের সমস্ত জেলাগুলোতে আবার গরমের অনুভূতি হয়েছিল। তার ফলে শীত যেন কোথায় চলে গেছিল। সেই নিম্নচাপ কাটার ফলে আবারো জাকিয়ে শীতের দেখা মিলেছিল।
আজ রবিবার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে রবিবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ তার আশে পাশের সমস্ত জেলাগুলোতে। সেই মতে সোমবার থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টি নামার সম্ভাবনা ও রয়েছে। আবহাওয়ার পিকটা মনে করছেন এই মুহূর্তে সেই হার কাঁপানো শীতের আমেজ আর থাকবে না।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া
মনে করা হচ্ছে মঙ্গলবার থেকেই দার্জিলিং সহ কালিম্পং ও কিছু কিছু পার্বত্য উঁচু এরিয়া হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং আলিপুর কালিম্পং ও দার্জিলিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। আর এই সব কারণের জন্য তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস মতে পশ্চিমী ঝঞ্ঝাট আটকে যাওয়ার ফলে উত্তর ও পশ্চিমে শীতল বাতাস আটকে যাবে। যার ফলে শীতের পথে বাধা হবে। অন্য দিক থেকে বঙ্গোপসাগরীয় বাতাস অর্থাৎ পূর্বালী হাওয়া দাপট বাড়বে। যার ফলে নতুন বছরের প্রথম রবিবারে তাপমাত্রা ৩ থেকে ৪° বাধার সম্ভাবনা রয়েছে। আরো জানা গিয়েছে এই রবিবার থেকেই চার পাঁচ দিন তাপমাত্রা কিছুটা বেশি পরিমাণে থাকবে।
তবে বুধবার বা বৃহস্পতিবার থেকেই ফের তাপমাত্রা নিচে নামার সম্ভাবনা রয়েছে। যার ফলে এক ধাক্কাতেই তাপমাত্রা ৩ থেকে ৪° আবার কমতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। অন্যদিকে যদি আমরা দেখি তাপমাত্রা কলকাতা সহ তার আশেপাশের সমস্ত জেলাগুলোতে এক ধাক্কাতে শনিবার ও রবিবার এই বেশ কিছুটা বেড়ে গিয়েছে। শনিবার কলকাতা সহ আশেপাশের এরিয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ষোল ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো রবিবার থেকেই অর্থাৎ আজ থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ও তাপমাত্রা ২ থেকে ৩° বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের পাশে পাশে রাত্রিতেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আরো জানা গিয়েছে সোমবার ও মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে।, যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কুয়াশা দাপট দেখা যাবে।
কলকাতায় কবে বৃষ্টি হবে?
কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সোমবার থেকে বৃষ্টি হবে।
পরশু দিনের আবহাওয়া কেমন থাকবে?
পরশুদিন উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে ।
ঝড়ো আবহাওয়া বলতে কি বুঝায়?
ঝড় কথার স্বাভাবিক অর্থ হলো কালো মেঘ, বজ্রপাত, প্রচন্ড বাতাস ও থেমে থেমে বৃষ্টি হওয়া। সেই মতে ঝড়ো হাওয়া কথাটির অর্থ হলো প্রচন্ড বাতাসের সাথে বৃষ্টিপাত ও বজ্রপাতকে বোঝায়।