আজ ১৩ ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার আজকের সোনার দাম কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৭৭৭২ টাকা। সেই মতে দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৭৭২০ টাকা। আগামীকাল কলকাতায় 22 ক্যারেট এক গ্রাম সোনার দাম ছিল ৭৭৮৩ টাকা। সেই মতে দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৭৭৮৩০ টাকা। কালকে তুলনায় আজকে সোনার দাম ৫৮ টাকা পতন হয়েছে ২২ ক্যারেট প্রতি গ্রামে। সেই মতে ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৮০০ টাকার পতন হয়েছে।
মহিলাদের কাছে সোনা কতটা প্রিয় ধাতু
সোনা এমন একটি ধাতু প্রতিটি মানুষের কাছে খুব প্রিয় একটি ধাতু। একটি নারীর কাছে সোনার অলংকার কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানেন। আর সঠিক সময়ে সঠিক দামে সোনা কেনা জন্য সবাই অপেক্ষায় থাকেন। তাই প্রতিটি মানুষ সোনা কেনার জন্য প্রতিদিন সোনার মূল্য দেখতে থাকে। আর আপনি যদি তাদের মধ্যে একজন হন সঠিক সময় সঠিক কেনার জন্য অপেক্ষা করেন তাহলে আপনি প্রতিদিন সোনার মূল্য দেখতে পারেন। আগামীকালের তুলনায় আজকের সোনার দাম কলকাতায় কিছুটা পতন হয়েছে। আগামীকালের তুলনায় আজকে ২২ ক্যারেট সোনার মূল্য কত গ্রামে ৫৮০০ টাকার পতন হয়েছে।
২৪ ক্যারেট সোনার দাম আজকে কত ও আগামীকাল কত ছিল এর সঙ্গে বাড়া বা কমা কত হয়েছে
২২ ক্যারেট সোনার কাছাকাছি ২৪ ক্যারেট সোনার ও মূল্যের কিছু পতন হয়েছে। আজকের সোনার দাম কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি এক গ্রামে ৮৪৮৫ টাকা। সেই মতে 24 ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৮৪৮৫০ টাকা। আগামীকালের তুলনায় আজকে সোনার দাম ৬৪ টাকা পতন হয়েছে প্রতি গ্রামে। সেই মতে প্রতি ১০ গ্রামের চব্বিশ ক্যারেট সোনার দাম পতন হয়েছে ৬৪০ টাকা।
আরও পড়ুন:- Bsnl Network Problem: এর জন্য কল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হচ্ছে
আরও পড়ুন:- Madhyamik English Question Paper 2025: PDF ডাউনলোড করে নিন
কোন সোনা সেরা মানের?
২৪ ক্যারেট সোনা সেরা মানের হয়। তবে গয়না বানানোর জন্য ২২ ক্যারেট সোনা ব্যবহৃত হয় কারণ গয়না টেকসই ও মজবুত বানানোর জন্য ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়।
২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার মধ্যে সবচেয়ে সস্তা সোনা কোনটি?
২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার মধ্যে সবচেয়ে সস্তা সোনা হলো ১৮ ক্যারেটের সোনা।
সঠিক মানে সোনা চিনব কিভাবে?
সঠিক শোনা চেনা সহজ উপায় হল BSI HALLMARK দেখুন সোনার গয়না কেনার আগে।