Bsnl Network Problem : ফোন কল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ

Updated On:
Bsnl Network Problem
---Advertisement---

Bsnl Network Problem : Bsnl বা ভরত সানচার নিগাম লিমিটেড (বিএসএনএল)  এটি এমন একটি কোম্পানি যেটি ভারতের প্রতিটি মানুষের ইমোশন জড়িয়ে আছে। এই কোম্পানির প্রতি। কারণ এটি একটি সরকারি কোম্পানি এবং এই কোম্পানিটি যে কাজটি করে তা অন্য কোন কোম্পানি সে কাজ করে না। ভারতের শহর থেকে গ্রাম্যতর এরিয়াতেও এরা নেটওয়ার্ক দিয়ে থাকে। অন্যান্য কোম্পানিরা যেখানে তাদের বিজনেস এর প্রফিট এর কথা ভাবে ,  সেখানে এই বিএসএনএল কোম্পানি এদের একটাই উদ্দেশ্য গ্রাম থেকে গ্রাম্য এরিয়াতেও নেটওয়ার্ক দেওয়া।

কিন্তু এখন জানা যাচ্ছে বিএসএনএলের ব্যবহারকারীরা ইন্টারনেট অ্যাক্সেস করতে বা ফোন কল করতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবহারকারীদের মতে তারা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক পাচ্ছেন কিছু সময়ের জন্য নেটওয়ার্ক আবার চলে যাচ্ছে এই সমস্যার সম্মুখীন হতে তারা বেসিক ফোন কল বা ইন্টারনেট ব্যবহার করতে অক্ষম হচ্ছে। তবে মনে করা হচ্ছে ভারতের সারা অংশে এই সমস্যার সম্মুখীন হচ্ছে না কিছু কিছু অংশে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের যেমন কলকাতা ও নাগপুরে গ্রাহকরা বেশির ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

জানা গিয়েছে জানুয়ারির প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারির দিন থেকেই এই সমস্যাটি দেখা দিয়েছে। ৩৩ শতাংশ গ্রাহকরা, ব্যাক আউটের অভিযোগ করেছেন এবং পাঁচ শতাংশ গ্রাহকরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। 

জানা গিয়েছে টেলিকম অপারেটর এখনো পর্যন্ত এটি স্বীকার করেননি।, অন্যদিকে যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্স হ্যান্ডেলে এটি মিমে পরিণত হয়েছে। 

ব্যবহারকারীদের দ্বারা কি কি অভিযোগ করা হয়েছে ?

  • যখনই কাউকে কল করা হয়, প্রথম প্রয়াসে কলটি সংযোগ হয় না। 
  • যদি কলটি সংযোগ হয় সেক্ষেত্রে কেবলমাত্র কথোপকথন একতরফা শোনা যায়।
  • কিছু কিছু ক্ষেত্রে শোনা যায়  যে নাম্বারটিতে কল করেছেন সেই নাম্বারটি পরিষেবাতে নেই। 
  • অনেক সময় কল চলাকালীনই সুইচ অফ বার্তাটি ও শোনা যায়।
  • কখনো কখনো কলগুলি সংযোজিত নাম ছাড়াই নাম্বারটি দেখায় কেবলমাত্র।

Bsnl কি কারনে এই সমস্যা হচ্ছে ?

জানা গিয়েছে এই সমস্যাটি নতুন ফোরজি টাওয়ার ইনস্টলেশন এর জন্য এবং সফটওয়্যার আপডেটের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। ও ট্রায়াল পরিষেবার জন্য এই সমস্যা গুলি দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে বিএসএনএলের তরফ থেকে।

কতদিন টাইম লাগতে পারে এই সমস্যাটি সমাধান হতে?

বিএসএনএল তরফ থেকে জানা গিয়েছে যে টাওয়ার ইনস্টলেশন ও ট্রায়াল পরিষেবার কারণে এই সংযোগের বিষয় গুলো দেখা দিয়েছে। তাই তারা নতুন সরঞ্জাম ইনস্টলেশন ও সফটওয়্যার আপডেট এ কাজগুলি দুটো পরিষেবার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। মোটামুটি এই সমস্যাটি সমাধান হতে মার্চ মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

বিএসএনএল কি কাজ করছে?

এই কোম্পানিটি গ্রাম্য এরিয়াতে ও নেটওয়ার্ক প্রদান করে থাকে। বিএসএনএল কোম্পানি কল প্রদান করে, ইন্টারনেট প্রদান করে ও ওয়াইফাই প্রদান করে থাকে। এখন বর্তমানে আইপি টিভি প্রদান করছে। অর্থাৎ আপনি টিভি চ্যানেলগুলিও দেখতে পাবেন।

বিএসএনএল সিম কি ভালো?

বিএসএনএলের কলিং পরিষেবা খুবই খারাপ ও ইন্টারনেট খুব ধীরগতি সম্পন্ন। এই সিমটি অন্যান্য সিমের মত 2G, 3G, এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করে থাকে, কিন্তু নেটওয়ার্কের প্রচুর পরিমাণে সমস্যা আছে। কিন্তু ওয়াইফাই কলিং এর সুবিধা দেয় না তাই ওয়াইফাই কল করতে পারবেন না।

বিএসএনএল কি 4জি?

হ্যাঁ বিএসএনএল ৪ জি পরিষেবা দিয়ে থাকে। বিএসএনএল কিছুদিন আগেই তাদের ৪ জি পরিষেবা চালু করে দিয়েছে বিভিন্ন অঞ্চলে। এখন বিএসএনএল ৫ জি পৌরসভার জন্য কাজ করছে । খুব তাড়াতাড়ি আমরা বিএসএনএলের ৫ জি পরিষেবা দেখতে পাবো।

বিএসএনএল সিমের দাম কত?

বিএসএনএল সিমের দাম আপনি যে প্যাকের সাথে কিনতে চান সেই প্যাক এর উপর নির্ভর করে। সাধারণত বিএসএনএল সিমের দাম কুড়ি টাকা থেকে ৫০ টাকার মধ্যে হয়ে থাকে।

বিএসএনএল সিম কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগে?

আপনি যদি অন্য কোন সিম কিনতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনার আধার কার্ডটি নেওয়া হয়। । কিন্তু আমরা বিএসএনএল সিমের ক্ষেত্রে একটু আলাদা দেখতে পারি কারণ বিএসএনএল সিম নিতে গেলে আপনাকে আধার কার্ড তার সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ঠিকানা প্রমাণপত্র নেয়া হয়।

Bsnl সিম হারিয়ে গেলে কি করব?

অন্যান্য সিমের মতই বিএসএনএল সিম হারিয়ে গেলেই সবার প্রথমে আপনাকে একটি পুলিশ কমপ্লেন করতে হবে। অর্থাৎ ডায়েরী করতে হবে। এর পরে আপনাকে বিএসএনএল সিম ডিস্ট্রিবিউটর সঙ্গে যোগাযোগ করতে হবে ।

আবহাওয়া সংক্রান্ত আরো আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের আবহাওয়া পেজটিতে ক্লিক করুন এবং প্রতিদিন আবহাওয়া সংক্রান্ত আপডেটগুলি সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন।

সোনা ও রুপোর দাম আজকের বাজার মূল্য কত প্রতিদিন বাজারে কতটা পরিমাণে দাম বাড়ছে এবং কতটা দাম কমবে সেগুলো জানার জন্য অবশ্যই এখানে ক্লিক করুন এবং প্রতিদিনের এখানে আপনারা পেয়ে যাবেন।

News in Bangla | Bsnl Network Problem 02 January 2025 Bangla News.

Biplab Giri

Biplab Giri is a successful Blogger, Founder and Content Strategy Head of Pakanews.com. He started his blogging career in 2018 and has created many successful blogs so far.

Related Post

Madhyamik English Question Paper 2025

Madhyamik English Question Paper 2025: PDF ডাউনলোড করে নিন 

এবছর ১১ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষার (Madhyamik English Question Paper 2025) টি শেষ হয়ে গিয়েছে। এটি ২০২৫ সালের মাধ্যমিক ...

|
HMPV Virus

HMPV Virus এর জন্য কি আবার লকডাউন শুরু হবে ভারতে

HMPV Virus: আবারও কি তাহলে লকডাউন লাগতে শুরু করেছে বা লকডাউন হতে পারে। চীন থেকে আসা এমন একটি ভাইরাসের খবর পাওয়া গেছে যে ভাইরাসটি ...

|
দক্ষিণবঙ্গের প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতি

দক্ষিণবঙ্গ: প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ স্থান

দক্ষিণবঙ্গ: পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পুণ্য অঞ্চল। যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলো যেমন কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ ...

|

Leave a Comment