Bsnl Network Problem: এর জন্য কল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হচ্ছে

Updated On:
Bsnl Network Problem
---Advertisement---

ডিসেম্বর মাসের শুরু থেকে কলকাতা সহ বিভিন্ন  অঞ্চলে Bsnl Neteork খুব সমস্যা দেখা দিচ্ছে। এই নেটওয়ার্কের সমস্যা গুলো কি কি দেখা দিয়েছে ও এর ব্যাপারে কি কি বলা হয়েছে Bsnl এর তরফ থেকে আজকে আমরা তা বিস্তারিত ভাবে জানাবো। 

Bsnl Network কি কি সমস্যা দেখা দিচ্ছে?

Bsnl এমন একটি কোম্পানি যে কোম্পানির প্রতিটি মানুষের ইমোশনের সাথে জড়িত রয়েছে। কারণ এই কোম্পানিটি যা করে তা অন্য কোন কোম্পানি করে না। যেখানে অন্যান্য কোম্পানিগুলো তাদের নিজেদের লাভের কথা ভাবে সেখানে এই Bsnl কোম্পানি গ্রামের কোনায় কোনায় তাদের নেটওয়ার্ক পরিষেবা প্রদান করছে। অন্যদিকে এই কোম্পানিটি একটি সরকারি কোম্পানি। এয়ারটেল ভোডাফোন ও জিওর রিচার্জের দাম বাড়ার পর থেকেই Bsnl এ কাস্টমারের পরিমাণ বেড়ে গেছে। যেহেতু Bsnl  কাস্টমার পরিমাণ বেড়ে গেছে তাই কয়েকদিন যাবত কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে Bsnl Network এর কিছু সমস্যা দেখা দিচ্ছে। 

  • কল করার ক্ষেত্রে:  যখন কোন নাম্বারে কল করা হচ্ছে তখন ওই নাম্বারটা ভুল নাম্বার হিসেবে বলা হচ্ছে Bsnl  তরফ থেকে। এমন কমপ্লেইন করছে Bsnl  গ্রাহকরা। 
  • নেটওয়ার্কের প্রবলেম: Bsnl  সিমে কখনো কখনো নেটওয়ার্ক ফুল থাকছে আবার কখনো কখনো একটিও নেটওয়ার্ক থাকছে না এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে Bsnl  গ্রাহকদের। 
  • ইন্টারনেট পরিষেবা বন্ধ: Bsnl  বর্তমানে তাদের 3G  ও 4G  পরিষেবা চালু করলেও কখনো কখনো ইন্টারনেট চলছে আবার বেশিরভাগ সময় ইন্টারনেট চলছে না এই সমস্যার সম্মুখীন হচ্ছে বহু গ্রাহক। 
  • এসএমএস প্রবলেম:  Bsnl  ব্যাংকের ওটিপি বা অন্য কোন এসএমএস আসতে অনেক সময় লেগে যাচ্ছে। 

Bsnl Network Problem এর ক্ষেত্রে bsnl এর তরফ থেকে কি জানানো হয়েছে?

Bsnl  তরফ থেকে জানানো হয়েছে কয়েকদিন যাবত ধরে তারা নতুন নতুন টাওয়ার ইনস্টলেশন করছেন এবং সফটওয়্যার এর কিছু পরিবর্তনের জন্য এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের।  তাই খুব তাড়াতাড়ি এসব সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন Bsnl  তরফ থেকে।  এসব সমস্যার  সমাধান হতে মোটামুটি এপ্রিল মাস 2025 টাইম লাগতে পারে। 

Bsnl Network প্রবলেম যাতে না হয় তার জন্য Bsnl  কোম্পানিকে কি কি সমাধান করতে হবে?

 যেহেতু প্রচুর পরিমাণে Bsnl Network প্রবলেম হচ্ছে বিভিন্ন অঞ্চলে তাই Bsnl  কে খুব তাড়াতাড়ি তাদের টাওয়ার ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ও সফটওয়্যার আপডেট করতে হবে যাতে করে তাড়াতাড়ি  গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন ও কল করার ক্ষেত্রে কোন রকম অসুবিধা যাতে না হয়। 

News in Bangla | Bsnl Network Problem 01 February 2025 Bangla News

Sandip Giri

আমি গত ছয় মাস যাবৎ তিনটি ওয়েবসাইটে আর্টিকেল লিখিতেছি। আমি পাকা নিউজ ডটকম এর সাথে গত দু মাস যাবত আর্টিকেল লিখিতেছি।

Related Post

Madhyamik English Question Paper 2025

Madhyamik English Question Paper 2025: PDF ডাউনলোড করে নিন 

এবছর ১১ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষার (Madhyamik English Question Paper 2025) টি শেষ হয়ে গিয়েছে। এটি ২০২৫ সালের মাধ্যমিক ...

|
HMPV Virus

HMPV Virus এর জন্য কি আবার লকডাউন শুরু হবে ভারতে

HMPV Virus: আবারও কি তাহলে লকডাউন লাগতে শুরু করেছে বা লকডাউন হতে পারে। চীন থেকে আসা এমন একটি ভাইরাসের খবর পাওয়া গেছে যে ভাইরাসটি ...

|
দক্ষিণবঙ্গের প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতি

দক্ষিণবঙ্গ: প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ স্থান

দক্ষিণবঙ্গ: পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পুণ্য অঞ্চল। যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলো যেমন কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ ...

|
Bsnl Network Problem

Bsnl Network Problem : ফোন কল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ

Bsnl Network Problem : Bsnl বা ভরত সানচার নিগাম লিমিটেড (বিএসএনএল)  এটি এমন একটি কোম্পানি যেটি ভারতের প্রতিটি মানুষের ইমোশন জড়িয়ে আছে। এই কোম্পানির প্রতি। ...

|

Leave a Comment