Bank Holidays January 2025 : যেহেতু নতুন বছর শুরু হয়ে গেল, তাই ব্যাংকের ছুটির সম্পর্কে জানুন এবং সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। বেশ কয়েকটি আঞ্চলিক এবং উৎসবের ছুটি আসছে। সুতরাং কোন লেনদেনের জন্য ব্যাংকের যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে প্রতিটি মানুষের কাছে, তাই প্রতিটি মানুষের পরিকল্পনা হয়ে থাকে তাদের লেনদেনের ব্যাপারে। তাই অসুবিধা না যাতে পড়তে হয় তার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে ব্যাংকের ছুটির দিনগুলি।
Table of Contents
ভারতে ব্যাংকগুলি ১ জানুয়ারি দিন বন্ধ রাখার কথা রয়েছে, যার কারণ নববর্ষের দিন। যেহেতু প্রতিটি রাজ্যে তাদের নিজস্ব স্বতন্ত্র উৎসব পালন করে তাই তাদের ছুটির সময়সূচি ও আলাদা আলাদা হয়ে থাকে।
যদি আপনি দেখেন এই জানুয়ারি মাসে দুটি শনিবার রয়েছে ওর চারটি রবিবার রয়েছে যার জন্য ব্যাংক অবশ্যই বন্ধ থাকবে। তাই আপনি আপনার রাজ্যের ছুটির তালিকা টা একবার আপনি দেখুন সেখানে আরো কি কি বার আপনার রাজ্যে ব্যাংকগুলো বন্ধ থাকবে। অনেক গ্রাহক আছে যারা এই সপ্তাহের ছুটির দিনগুলি এড়িয়ে চলে অন্য দিন ব্যাংকে চান তাদের জন্য অবশ্যই এই ক্যালেন্ডারটি যাচাই করে নিন কারণ ব্যাংক থাকলে সমস্ত লেনদেনের জন্য আপনাকে ছুটির ওপর নির্ভর করতে হবে।
বেশিরভাগ মানুষই না জেনে টাকা জমা দিতে বা টাকা তুলতে যে কোন কাজের জন্য ব্যাংকে গিয়ে দেখেন যে আজ ব্যাংক ছুটি। কারণ ওনারা জানেন আজ রবিবার নয় আর আজ দ্বিতীয় বা চতুর্থ শনিবার নয়। তাই গিয়ে উনার ব্যাংকের কাজের জন্য ব্যাংকে গিয়ে উপস্থিত হন এবং ব্যাংকের গিয়ে দেখেন সেখানে ব্যাংকে দরজা বন্ধ। তখন তারা কারণ জানতে পান আজ ব্যাংক ছুটি। এমন আমরা প্রত্যেকেই অসুবিধায় পড়ে থাকি কারণ আমরা জানি না কোন কোন দিন গুলো ব্যাংকের ছুটির দিন।

বেশিরভাগ গ্রামীণ অঞ্চলের মানুষরা না জেন ব্যাংকে গিয়ে উপস্থিত হয়ে যান এবং সেখানে তারা গিয়ে দেখতে পান ব্যাংক ছুটি আছে। তারা সেখান থেকে হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন। তাই এখন আমরা আপনাদেরকে একটি লিস্ট দিয়ে দিচ্ছি তার মাধ্যমে আপনারা এই জানুয়ারি মাসে কোন কোন বার এবং কোন কোন তারিখ কি কারনে ছুটি থাকছে তার কারণসহ আপনাদেরকে একটি ক্যালেন্ডার দিয়ে দেওয়া হবে । সেই ক্যালেন্ডার টি অবশ্যই আপনারা দেখুন এখানে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেয়া হবে ।
Bank Holidays January 2025 : ব্যাংক ছুটির তালিকা দেখুন
সরকারি ব্যাংকে ছুটির তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025 সালের। তবে, ব্যাংকগুলি ২ শনিবার সহ ৪ রবিবার নিয়ে মোট ১৩ টি কর্মহীন দিবস হিসাবে পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। যদি তাই হয় তাহলে ২০২৫ সালের জানুয়ারি মাসের ব্যাংকের অস্থায়ী তালিকাটি আমরা দিয়েছি নিচে আপনারা দেখুন:
তারিখ | দিন | ছুটির কারণ | অঞ্চল |
---|---|---|---|
১ জানুয়ারি ২০২৫ | বুধবার | শুভ নববর্ষের দিন | প্যান ইন্ডিয়া |
৫ জানুয়ারি ২০২৫ | রবিবার | রবিবার তাই | প্যান ইন্ডিয়া |
৬ জানুয়ারি ২০২৫ | সোমবার | গুরু গোবিন্দ সিং জয়ন্তী পালন | হরিয়ানা ও চন্ডিগড় |
১১ জানুয়ারি ২০২৫ | শনিবার | দ্বিতীয় শনিবার ও মিশনারী দিবস | মিজোরাম পুর /প্যান ইন্ডিয়া |
১২ জানুয়ারি ২০২৫ | রবিবার | রবিবার ও স্বামী বিবেকানন্দ জয়ন্তী উৎসব | পশ্চিমবঙ্গ/ প্যান ইন্ডিয়া |
১৩ জানুয়ারি ২০২৫ | সোমবার | লোহরি | হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও জম্বু |
১৪ জানুয়ারি ২০২৫ | মঙ্গলবার | সংক্রান্তি ও পোঙ্গল | অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও একাধিক রাজ্যে |
১৫ জানুয়ারি ২০২৫ | বুধবার | তিরুভাল্লুভার দিবস / টুসু পূজা | পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসাম |
১৯ জানুয়ারি ২০২৫ | রবিবার | রবিবার তাই | অল প্যান ইন্ডিয়া |
২৩ জানুয়ারি ২০২৫ | বৃহস্পতিবার | নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী | পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ত্রিপুরা |
২৪ জানুয়ারি ২০২৫ | শনিবার | চতুর্থ শনিবার তাই | প্যান ইন্ডিয়া |
২৬ জানুয়ারি ২০২৫ | রবিবার | প্রজাতন্ত্র দিবস পালন | প্যান ইন্ডিয়া |
৩০ জানুয়ারি ২০২৫ | বৃহস্পতিবার | সোনম লোসার | সিকিম |
ব্যাংক সংক্রান্ত আপনাদের প্রশ্ন ও উত্তর
কোন কোন শনিবার ব্যাংক ছুটি ?
ভারতে, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সরকারি ও জাতীয় ছুটির দিন, তাই সেই সব দিনগুলো ব্যাংকগুলো ছুটি থাকে ।
ভারতে কি শনিবার ব্যাংক বন্ধ থাকে ?
ভারতে, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সরকারি ও জাতীয় ছুটির দিন, তাই সেই সব দিনগুলো ব্যাংকগুলো ছুটি থাকে। তা ছাড়া, যদি কোন জাতীয় ছুটি মাসের প্রথম, তৃতীয় বা পঞ্চম শনিবার পড়ে, তবে ব্যাঙ্কগুলি বন্ধ থাকে।
ভারতের ব্যাংক ছুটির দিনে কি চেক ক্লিয়ার হয় ?
চেক ক্লিয়ারের জন্য যে শাখায় চেক জমা দেওয়া হয়েছে সেই শাখায় যদি ছুটির দিন থাকে, তাহলে তা ক্লিয়ার হবে না।
ব্যাংক হলিডে কি ?
এক কথায় সরকারি ছুটির দিনগুলিকে হলিডে বলা হয়। সেই মতে ব্যাংক হলিডে কথাটির অর্থ হল ব্যাংকের ছুটির দিন ।
ব্যাংক ছুটির দিন ?
যে সমস্ত দিনগুলিতে ব্যাংক ছুটি থাকে যেমন দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবার খুব অন্যান্য ছুটির দিনগুলি ।
আবহাওয়া সংক্রান্ত আরো আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের আবহাওয়া পেজটিতে ক্লিক করুন এবং প্রতিদিন আবহাওয়া সংক্রান্ত আপডেটগুলি সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন।
সোনা ও রুপোর দাম আজকের বাজার মূল্য কত প্রতিদিন বাজারে কতটা পরিমাণে দাম বাড়ছে এবং কতটা দাম কমবে সেগুলো জানার জন্য অবশ্যই এখানে ক্লিক করুন এবং প্রতিদিনের এখানে আপনারা পেয়ে যাবেন।