HMPV Virus: আবারও কি তাহলে লকডাউন লাগতে শুরু করেছে বা লকডাউন হতে পারে। চীন থেকে আসা এমন একটি ভাইরাসের খবর পাওয়া গেছে যে ভাইরাসটি ঠিক করোনাভাইরাসের মত শ্বাস প্রশ্বাসে অর্থাৎ বাতাসের সঙ্গে মিশে একটি মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে সংক্রমিত হচ্ছে।
HMPV এটি এমন একটি ভাইরাস যে ভাইরাস নিয়ে এখন সবাই চিন্তায় আছেন HMPV Virus এর বিভিন্ন লক্ষণ রয়েছে যেমন HMPV Virus ছড়ানোর জন্য বাতাসে সাহায্য নেয়। অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে একজন ব্যক্তি থেকে অন্য জন ব্যক্তির মধ্যে এটি যায় ঠিক যেন করোনাভাইরাসের মত। HMPV Virus একজন মানুষ সংক্রমিত হলে তার শরীরে যে লক্ষণ গুলো দেখা যাবে সেই লক্ষণ গুলি হল সর্দি কাশি ও হালকা থেকে বেশি পরিমাণে জ্বর।
এখন অনেকের প্রশ্ন হল HMPV Virus এর কি কোন ভ্যাকসিন আছে বা কোন ওষুধ আছে। প্রথমেই বলা যেতে পারে HMPV Virus এর কোন ভ্যাকসিন এখনো পর্যন্ত আসেনি। HMPV Virus টি কুড়ি বছর আগে থেকে জানা গেলেও এখনো পর্যন্ত এর কোন ভ্যাকসিন তৈরি করা হয়নি। তবে HMPV Virus এর সংক্রমিত ব্যক্তি অবশ্যই গায়ে ব্যাথার ওষুধ স্বাভাবিক জ্বর সর্দি অসুখ নিতে পারেন তা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে। HMPV Virus এর সংক্রমিত ব্যক্তিরা নিজে থেকেই ভালো হয়ে যায়।HMPV Virus এর ব্যাপারে আরো জানা গেছে HMPV Virus টি সাধারণত বেশিরভাগ 5 বছরের কম বয়সের বাচ্চাদের বেশি হচ্ছে। তবে এখন HMPV Virus নিয়ে চিন্তা করার তেমন কিছুই নেই কারণ ভাইরাস যাতে দমন করা যায় তার জন্য চীন থেকে তাদের সরকার সমস্ত রকমের পদক্ষেপ নিচ্ছে। তার ফলে HMPV Virus টি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তাই HMPV Virus এর জন্য ভারতে লকডাউন হওয়ার সম্ভাবনা না বরাবর রয়েছে।
এখন আমরা জানবো HMPV Virus সংক্রমিত না হওয়ার উপায় অর্থাৎ প্রতিরোধ করার উপায় কি কি রয়েছে
HMPV Virus থেকে সংক্রমিত না হওয়া অর্থাৎ প্রতিরোধ করার উপায় গুলো হলো আপনি ভিড় এরিয়া থেকে অবশ্যই এড়িয়ে চলুন যদি আপনাকে একান্ত ভিড় এড়িয়ে যেতেই হয় তাহলে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এছাড়া আপনি ঘন ঘন হাত পরিষ্কার করার অভ্যাস করুন অর্থাৎ হাত ধোয়ার অভ্যাস করুন। এছাড়া বৈজ্ঞানিক জীবাণুমুক্ত করার পদক্ষেপগুলি মেনে চলুন।
HMPV Virus এর ব্যাপারে আরো সঠিকভাবে জানার জন্য অবশ্যই আমাদের আগের পোস্ট টিতে ক্লিক করে পড়ুন- ক্লিক করুন
HMPV Virus সম্বন্ধে চীনের সরকার কি জানিয়েছে তা জানার জন্য এখানে ক্লিক করে আরো ভালোভাবে জানুন।