weather kolkata today | আপনারা সকলেই জানেন বৃষ্টির শুরু হতে কলকাতার আশেপাশে যে কয়েকটি জেলা আছে সব কয়েকটি জেলায় তাপমাত্রা বেড়েছে, কিন্তু উইকেন্ড এর পর থেকে আবার তাপমাত্রা ভালো পরিবর্তন দেখা যাবে তাই তাপমাত্রা আরও বাড়তে পারে।
বিষয় সূচি:-
আবারো কি বৃষ্টি হবে নাকি চকিয়ে শীত পড়বে, কি বলছে আবহাওয়া দপ্তর?
বছরের শেষ লগ্নে এসে ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে , বছরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ বঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে উত্তরবঙ্গের কাছাকাছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। দার্জিলিং জেলার কাছাকাছি উত্তরবঙ্গের বেশ কয়েকটি উঁচু পার্বত্য এরিয়াতে তুষারপাতের ও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি দেখা যাবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলা গুলিতে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে রিপোর্ট জানানো হয়েছে, বছরের শেষ উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে , দক্ষিণবঙ্গের তিন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার হালকা বৃষ্টি সম্ভাবনা বেশি থাকবে, পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির প্রভাব পড়তে পারে, আশেপাশের দুই একটা জেলাগুলিতে আপাতত দুইদিন স্বাভাবিকের উপরে তাপমাত্রা থাকতে পারে। উইকেন্ড এ ফের সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবারের পর নামতে পারে পারদ তাপমাত্রা কমলেও চলতি বছরে যা গিয়ে শীতের সম্ভাবনা নেই।
Weather Kolkata Today | শনি ও রবিবার কেমন থাকবে আকাশ, কি মনে করছে আবহাওয়া দপ্তর?
২৮ শে ডিসেম্বর শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার কোন রকম সম্ভাবনা নেই কারণ পশ্চিমী মুখী ঝঞ্জা রাসা সম্ভাবনা রয়েছে এ রাজ্যে তার প্রভাবে তাপমাত্রা আরও বাড়বে বরং কমবে না।
রবিবারের পর তাপমাত্রার পারদ নাকবে ধাপে ধাপে রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি থাকবে, আবহাওয়া অফিসের সূত্র রিপোর্ট জানা গিয়েছে জানুয়ারি মাসের শুরু থেকে শীত পড়বে দক্ষিণবঙ্গের।
কবে থেকে আবার শীতের দেখা মিলতে পারে, কি মনে করছে আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। শীতের আমেজ উধাও ২৮ ডিসেম্বর শনিবার দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় থাকবে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। ৭৭ শতাংশ রবিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া।
সোমবার থেকে ধাপে ধাপে কমবে তাপমাত্রা আবহাওয়া অফিসের রিপোর্ট জানা গিয়েছে জানুয়ারি শুরু থেকে ফিরবে শীত।
আবহাওয়া সংক্রান্ত আরো আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের আবহাওয়া পেজটিতে ক্লিক করুন এবং প্রতিদিন আবহাওয়া সংক্রান্ত আপডেটগুলি সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন।
সোনা ও রুপোর দাম আজকের বাজার মূল্য কত প্রতিদিন বাজারে কতটা পরিমাণে দাম বাড়ছে এবং কতটা দাম কমবে সেগুলো জানার জন্য অবশ্যই এখানে ক্লিক করুন এবং প্রতিদিনের এখানে আপনারা পেয়ে যাবেন।