আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে :- আজ শনিবার সকাল থেকে আকাশের অবস্থা তেমন ভালো নয়। কারণ সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রেখেছে রোদের দেখা নেই। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কোথাও কোথাও। এখন শীতকাল কিন্তু এই নিম্নচাপের কারণে বিন্দুমাত্র ঠান্ডা নেই বললেই চলে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে।
এখন আমরা জানবো আজকে শনিবার আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে ?
দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলাগুলিতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঝিরিঝিরি ভাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা, হাওড়া, হুগলি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে যেমন দার্জিলিং , কালিম্পং তুষারপাতের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে আবার শীতের আমেজ মিলবে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী ৫/৬ দিনের মধ্যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রা হের ফের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
প্রতিদিন সবার প্রথমে আবহাওয়ার খবর গুলি পাওয়ার জন্য অবশ্যই এই লিংকে ক্লিক করুন।