প্রধানমন্ত্রী কৃষক যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষান সম্মান নীতি এই প্রকল্পে আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। এই প্রকল্পের মধ্যে প্রতিটি কৃষক আর্থিক ৬০০০ টাকা সহায়তা পান। যেটি তিনটি কিস্তি ২০০০ করে মোট তিনবার টাকা সরাসরি ব্যাংক একাউন্টে ৬০০০ টাকা বছরে এসে থাকে। যে এই টাকাটা পাওয়ার জন্য কৃষকরা অস্থিরতার সাথে ওয়েট করতে থাকে কখন তাদের একাউন্টে এই টাকাটা আসবে।
বিষয় সূচি:-
প্রধানমন্ত্রী কৃষক যোজনা ১৮ নম্বর কিস্তির টাকা কত তারিখে পাঠানো হয়েছে কৃষকদের একাউন্টে?
আমরা সকলেই অবগত ১৮ নম্বর কিস্তির টাকা অলরেডি ৫ ই অক্টোবর পাঠানো হয়ে গেছে। তার প্রতিটি কৃষক সেই টাকা তারা অলরেডি পেয়েছেন । তাই বেশিরভাগ কৃষক এখন পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্ন ভাবে অপেক্ষা করছেন। পরের কিস্তির টাকার জন্য কবে তাদের একাউন্টে আসবে।
প্রধানমন্ত্রী কৃষক যোজনা পরবর্তী কিস্তি টাকা অর্থাৎ ১৯ তম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে ?
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতি টাকা অর্থাৎ ১৯ তম কিস্তির টাকা কবে পাঠানো হবে কৃষকদের ব্যাংক একাউন্টে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি। তবে আমরা অতীতের টাকা পাঠানোর সময়সীমা দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে আনুমানিক করা যেতে পারে ফেব্রুয়ারি মাসে এই কিস্তির টাকা ব্যাংক একাউন্টে পাওয়া যাবে। যেহেতু প্রতি চার মাসে একবার করে এই কিস্তির টাকা আমরা পেয়ে থাকি তাই ফেব্রুয়ারি মাসে এই টাকা পাওয়া যেতে পারে। কৃষক ভাইদের বলব অবশ্যই আপনারা সময় সময় আপনারা অবশ্যই কৃষক সম্মান নীতির অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার আপনার স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারেন।
এখন আমরা জানবো কিভাবে আমরা পোর্টালে চেক করব স্ট্যাটাস?
- প্রথমে কৃষক সম্মান নীতির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যান। ক্লিক করুন
- সেখানে আপনারা বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করে লিস্ট চেক করুন।
- এরপর আপনারা বিবরণটি নথিভুক্ত করুন এবং স্ট্যাটাস চেক করুন।
এখন জানবো কাদের কাদের টাকা না আসতে পারে?
- জমি রেকর্ডে যদি কোন কিছু সমস্যা থাকে তাহলে আপনার টাকা নাও আসতে পারে।
- কেওয়াইসি সমস্যা হলে অর্থাৎ আপনি যদি ই কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। কারণ কেওয়াইসি করা বাধ্যতামূলক।
এ ধরনের ইনফরমেশন গুলো আরো পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।